করোনা দেখিয়ে দিল স্বাস্থ্যখাতে বিনিয়োগ না বাড়ালে ও এই খাতের প্রতি মনোযোগ না দিলে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। আপাতত করোনা নিয়ন্ত্রণে আছে বলেই অর্থনীতি ভালো আছে।
তবে সজাগ ও সচেতন থাকতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর, ইউএসএআইডি ও আইসিডিডিআরবি আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী যক্ষ্মা বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
দেশে যক্ষ্মায় প্রতিদিন গড়ে ৯৬ জন মারা যান। প্রতিবছর মারা যান ৩৫ হাজার। যে হিসাবে করোনায় মারা যাওয়ার সংখ্যা অনেক কম।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আরো বক্তব্য দেন সংসদ সদস্য এরোমা দত্ত, সংসদ সদস্য অধ্যাপক ডা. এম এ আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ত্রপা মজুমদারসহ অন্যরা।
অধ্যাপক শামিউল ইসলাম বলেন, ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলে কাজ করছে সরকার। তবে, এজন্য দরকার সর্বস্তরের সচেতনতা। তিনি জানান, যক্ষ্মায় আগে প্রতি লাখে ৫৪ জন মারা যেত এখন মারা যায় ২৪ জন। আগে ৭০ হাজার মারা যেত।
এখন ৩৬ হাজার। এখনো শনাক্তের বাইরে অনেক মানুষ আছে। এখন অসংক্রামক রোগ বাড়ছে। তাই এগুলোকে গুরুত্ব দিতে হবে। মোট মৃত্যুর ৬০ থেকে ৭০ ভাগ অসংক্রামক রোগে মারা যায়।