বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বলেছেন, একটা ভয়াবহ আইন তৈরি করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর মাধ্যমে বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
এই সরকার জনগনের সরকার নয় দাবি করে তিনি বলেন, তারা জোর করে রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করে আজকে বেআইনিভাবে ভোটের আগের রাত্রে ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে বসে আছে।
এই দখলদারি সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো ভয়াবহ আইন তৈরি করেছে যেটা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে, অন্যায়-অত্যাচার-নিপীড়ন-নির্যাতন করে।
সমাবেশে নেতা-কর্মীদের আসতে না দেয়ায় ক্ষোভ করে মির্জা ফখরুল বলেন, আমি বলতে চাই, আপনারা এতো ভয় পান কেনো? সমাবেশের অনুমতি দেয়ার পরে চতুর্দিকে বন্ধ করে দিয়ে আমাদের নেতা-কর্মী-সমর্থকদের এখানে আসতে দেন না।
কারণ আপনারা জানেন, নেতা-কর্মী-সমর্থক-জনগন যদি জেগে উঠে তাহলে আপনারা এই বেআইনি ক্ষমতা রাখা সম্ভব হবে না।
আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করতে হবে অবিলম্বে। অবিলম্বে যাদেরকে এই আইনে গ্রেপ্তার করা হয়েছে যুব দলের নেতা রফিকুল আলম মজনুসহ সকলকে মুক্তি দিতে হবে।