ইউপি নির্বাচনের প্রথম ধাপে টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়নে ৫০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮০ জন ও সাধারণ মেম্বার পদে ৩৮৬ জন মনোনয়নপত্র জমা দেন।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন নির্বাচিত হবেন।
ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষে দিনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে টেকনাফ নির্বাচন কর্মকর্তা টেকনাফ সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম প্রেস বিফ্রিংকালে এসব তথ্য নিশ্চিত করেন।
উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাবরাং, সেন্টমার্টিন ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মাহফুজুল ইসলাম।