প্রথম ডোজ টিকা নেওয়ার দুই সপ্তাহ পরে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাবি প্রক্টর গোলাম রব্বানী। একইসঙ্গে আরও দুই সহকারী প্রক্টর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বিকালে প্রোক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী আক্রান্ত হওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গত ০৩ মার্চ করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
আক্রান্ত অন্য দুই সহকারী প্রক্টর হলেন, এ বি এম আশরাফুজ্জামান (আইন অনুষদ) ও আহসান বাবু (সামাজিক বিজ্ঞান অনুষদ)।
আক্রান্ত শিক্ষকরা সবাই করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এর আগেও টিকা নেওয়ার এক মাস পরে করোনাক্রান্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, গত ১৮ মার্চ আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তেমন কোনো শারীরিক জটিলতা নেই। শুধু হাল্কা জ্বর আছে। আমি ছাড়াও আরও দুইজন সহকারী প্রক্টরও আক্রান্ত হয়েছে।