নরসিংদীতে বার্ষিক অনুর্ধ ১৬ প্রমিলা ফুটবল টুর্ণামেন্টস ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন

নরসিংদীর রাবানে জেলাক্রিড়া অধিদপ্তরের আয়োজিত বার্ষিক অনুর্ধ ১৬ প্রমিলা ফুটবল টুর্ণামেন্টস ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন।
নরসিংদী জেলা ক্রিড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রিড়া কর্মসুচীর আওয়াতায় ২০১৯/২০ পলাশ উপজেলা প্রসাশন আয়োজিত অনুর্ধ ১৬ প্রমিলা ফুটবল টুর্নামেন্টেস রাবান উচ্চ বিদ্যালয়ের মাঠে
অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী দল হচ্ছে পলাশ মডেল আদর্শ বিদ্যালয় ও চলনা মাধ্যমিক বিদ্যালয়।
উৎসব মুখর প্রতিদ্বন্দ্বী আজ ২৮ জানুয়ারী বিকালে এই ফাইনাল খেলায় চলনা মাধ্যমিক বিদ্যালয় ৬/০ ছয় শূণ্য গোলে পলাশ মডেল আদর্শ বিদ্যালয়কে হারিয়ে চেম্পিয়ান ট্রফি জিতে নেয়। পরে রানার্সাপ ও বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ ,বিশেষ অতিথি আলহাজ্ব শরীফুল হক শরীফ, জেলা ক্রিড়া কর্মকর্তা ফারজিন আক্তার মুমু, উপজেলা শিক্ষা কর্মকর্তা একে এম ফজলুল হক, ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, রাবান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক দত্ত ও বরুন চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী মুক্তা।