ছাত্রলীগের সেহেরী বিতরণের সপ্তাহ পার, জনমনে চলছে প্রশংসার জোয়ার

স্বল্প আয়ের মানুষের মাঝে পুরো রমজান মাস ব্যাপী সেহেরী ও ইফতার বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিদিন রাত ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে সেহেরী খাবার বিতরণ করে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এছাড়া পুরো রমজান মাসে মধুর ক্যান্টিনে চলছে ইফতার বিতরণ কার্যক্রম।

প্রতিদিন ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল মানুষরা রাত হলেই টিএসসিতে ভিড় জমাচ্ছে সেহেরীর এক মুঠো খাবারের সন্ধানে। ছাত্রলীগ নেতাকর্মীরাও তাদের আপ্যায়ন করছেন দু’হাত ভরে।

ছাত্রলীগের এই ইতিবাচক কার্যক্রমে সংগঠনটির হারানো অতীত ফিরে এসেছে বলে ধারণা করছেন সংগঠনটির সাবেক নেতারা। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে অতি দরিদ্র শিশুদের জন্য গুড়া দুধ সরবরাহ এবং বিনামূল্যে রোগীদের জন্য পরিবহন সেবার ব্যবস্থা করেছে সংগঠনটি।

এসকল কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু, আহমেদ নাসিম ইকবাল, শেখ সাঈদ আনোয়ার সিজার, তানভীর হাসান সৈকত, ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-ধর্ম সম্পাদক মনিরুজ্জামান বাবু, জামান শাহেদ, রবিন বাহাদুর ও রিন্টু বড়ুয়া।