এতিমখানায় ইফতার বিতরণ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়’র নির্দেশনায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার এশা’র উদ্যোগে
ইব্রাহিম মুন্সি দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় ইফতার রাতের খাবার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এসময় আকলিমা আক্তার এশা বলেন, ‘এতিম বাচ্চাদের প্রতি সবসময়ই আমার একটা আলাদা অনুভূতি কাজ করে, হয়তো আমি নিজেও এতিম বলে। তাই প্রতিবছরই ঈদ কিংবা রোজায় আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করি।

এবং আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নির্দেশনা হচ্ছে ছাত্রলীগের সবাইকে এই করোনার সময়ে সবার পাশে দাড়াঁনোর। তাই এবার তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশনায় আজ জাবি ছাত্রলীগের সৌজন্যে তাদের সাথে রাতের খাবার, ইফতার ও দোয়ার আয়োজন করি।’