টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ করেছে সৌদি আরব সরকার। এতে এবারও বাংলাদেশিরা হজ করার সুযোগ পাচ্ছেন না। সৌদি আরব সরকারের উদ্ধৃতি দিয়ে শনিবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক এ তথ্য জানান।
আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে পেরেছি করোনাভাইরাসের কারণে এ বছরও বিদেশিরা হজ করতে পারবেন না। সৌদি আরব সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। তাই এবার আমরাও হজের আর কোনো প্রস্তুতি নিচ্ছি না।
সৌদি আরব সরকার এবার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিধি-নিষেধের কারণে শুধু তাদের দেশের নাগরিক ও দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর মোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।
করোনা মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতিবছর ১২০০ কোটি মার্কিন ডলার আয় করত সৌদি সরকার।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা।