দেশে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি রোগীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে মারা গেছেন আরও ৮৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৮৭ জনের।
বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় মৃত্যু হয় ৭৬ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮৪৬ জন।
















