গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে আরো ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১০জন। উচ্চ ঝুঁকির কারণে যশোরে কঠোর বিধি-নিষেধ চলছে।
যশোর সদর হাসপাতালের আর এম ও আরিফ আহমেদ বলেন, যশোর জেনারেল হাসপাতালে করোনায় যারা মৃত্যু রবণ করছে তারা অধিকাংশ উপজেলা থেকে আসা রোগী।
বিধি-নিষেধ কার্যকর করতে যশোর পৌর এলাকায় আটটি টিমে নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজ করছে। সেই সঙ্গে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩৫৮জনের নমুনা পরীক্ষা করে ১৯১জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৫৩ শতাংশ। আজ মারা গেছেন ১০জন। এদের মধ্যে ছয়জন করোনা রোগী এবং অপর চারজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪২ জন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যশোর পৌর এলাকায় আটটি টিমে নির্বাহী ম্যাজেস্ট্র্রেট কাজ করছে।