জরিপে ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে আছে বলে দাবি করেছেন বিএনপি মনোনীত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
ইশরাক হোসেন বলেন, ‘আমি দেখেছি যে, বেশিরভাগ জরিপে ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে আছে। আমাদের এই গণজোয়ার ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্র দখ’লসহ জো’র-জ’বরস্তি করে রুখতে চাচ্ছে।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন প্রতিনিধির সাথে আমরা বৈঠক করেছি। এটা পূর্বনির্ধারিত বৈঠক। উনি সকল প্রার্থীর সাথে বৈঠকে বসেছেন। আমার প্রতিদ্ব’ন্দ্বীর সাথেও বসেছেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মতামত জানতে চাওয়ার জন্য তিনি (ব্রেন্ট ক্রিস্টেনসেন) বসেছেন।’
আজ শুক্রবার দুপুরে সিটি নির্বাচনে ভোটের সর্বশেষ অবস্থা জানাতে যু’ক্তরাষ্ট্রের দূ’তাবাসের প’লিটিক্যাল কাউন্সিল ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
ইসরাক বলেন, ‘উনি আমার থেকে জানতে চেয়েছেন যে, সার্বিক পরিস্থিতি কেমন ছিল। আগামীকাল কী কী শ’ঙ্কা আমাদের রয়েছে। আমি ইভিএমের বিষয়টা বলেছি এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার কমিটি করে সরকার দলীয় (আওয়ামী লীগ) সন্ত্রা’সীরে জড়ো করা হচ্ছে ঢাকায়, কেন্দ্র দ’খলের একটা পাঁয়তারা করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তার সাথে আমরা কথা বলেছি।’
বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
বৈঠকে কয়েকদিন আগে গোপীবাগের নির্বাচনী প্রচারনার মি’ছিলের ওপর স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের হা’মলার বিষয়টিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধির বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ইশরাক। তিনি জানান, ভোটের দিন দক্ষিণ ও উত্তরে বিভিন্ন কেন্দ্রে তাদের পর্যবেক্ষক টিম যাবেন।