করোনাভাইরাস মোকাবেলায় আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
এ সময় জরুরি পণ্য ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এমনকি জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস থাকবে বন্ধ।
শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কভিড-১৯ সংক্রমণ রোধকলপে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।
বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে জানান সুরথ কুমার সরকার।