করোনা সংক্রমণ রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে টিকা গ্রহণ করতে বিমানবন্দরে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও আমেরিকার রাষ্ট্রদুত।
আজ রাতে কোভ্যাক্সের আওতায় চীনের ২০ লাখ টিকা ঢাকায় আসছে। এ টিকার চালান শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবে।
শুক্রবার ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জনিয়েছেন।