চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে করোনায় আর ৭ জনের করোনা উপসর্গে।
রবিবার (৪ জুলাই) চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম এসব তথ্য জানিয়েছেন।
ডা. ফাতেহ আকরাম জানান, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে করোনা সংক্রমণে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই দিনে করোনা উপসর্গ নিয়ে আরো সাতজনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১১৫ জনের।
জেলায় বর্তমানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪২ জন। বর্তমানে জেলায় মোট রোগীর সংখ্যা ১ হাজার ১৯৪ জন।