রংপুর বিভাগে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) রংপুর বিভাগের আট জেলায় ১৫ জন মারা গেছেন।
এর মধ্যে রয়েছেন দিনাজপুরে চারজন, ঠাকুরগাঁওয়ে তিনজন, রংপুরে তিনজন, পঞ্চগড়ে একজন, নীলফামারীতে একজন, লালমনিরহাটে দুইজন এবং কুড়িগ্রামে একজন। এ নিয়ে গত পাঁচ দিনে সাত নারীসহ ৬৩ জন মারা গেছেন। এ পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮২ জনে।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭৫ জনের নমুনা পরীক্ষার পর ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে মোট এক লাখ ৬৩ হাজার ৩৬৯ জনের। করোনা পজিটিভ হয়েছে ২৮ হাজার ৯২৪ জন। সুস্থ হয়েছে ২১ হাজার ৩১ জন।
এদিকে রংপুরে ১০০ শয্যার করোনা ডেডিকেডেট হাসপাতালে কোনো বেড খালি নেই। তাই নতুন রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। রোগীর চাপ সামলাতে বিকল্প হিসেবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি নতুন ইউনিট খোলা হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, বিভাগীয় নগরী রংপুরসহ সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে সংক্রমণ হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।
রোগীর চাপ সামলাতে বিকল্প ব্যবস্থা হিসেবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০ শয্যার করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। পর্যক্রমে এর পরিধি বাড়ানো হবে।