গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে
। অন্যদিকে, জেলায় নুতন করে আরও ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরটিপিসিআর ল্যাব ও র্যাপিড এন্টিজেন টেষ্টে ৩০২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গড় সনাক্তের হার ১৪.৫৬ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ৪৪০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৪৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন ১৭৯ জন।