হর'তালে গাড়ি চলবে, যানবাহন ভাঙ'চুর করা হলে দায় বিএনপিকে নিতে হবে

ঢাকা উত্তর দক্ষিণ ২সিটির নির্বাচনের ফলাফল পুরোপুরি ঘোষণা হওয়ার আগেই তা প্রত্যাখ্যান করে হর,তালের ডাক দেওয়ায় তীব্র প্রতি,বাদ জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি।


বিএনপি’র হর’তাল ঘোষণার পর শনিবার (১ লা ফেব্রুয়ারি) এর প্রতি’বাদ এক বিবৃতিতে তিনি বলেন “হর’তাল বিএনপির হঠ’কারী সিদ্ধান্ত আমরা এই হ’রতাল মানি না মানবো না হর’তালের দিন গাড়ি চলবে ভাং’চু’রের চেষ্টা করা হলে তার দায় বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। “