পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি : জেলার আদিতমারী উপজেলায় পাওনা টাকা চাওয়ায় রহিমা বেগম (৫০) নামে এক নারীকে দোকানের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতঃ মহিলা ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।


পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,উপজেলার দুরারকুটি বাজার এলাকার আব্দুল গণির ছেলে সাইফুল ইসলাম (৩০) বাড়ির পাশেই একটি মুদির দোকান চালান। কিছুদিন পূর্বে দোকানের মালামাল কিনতে তিনি রহিমা বেগমের কাছে ৭০ হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে ঋণ নেন। সেই টাকা চাইতে গেলে রহিমার ওপর ক্ষিপ্ত হন সাইফুল।

একপর্যায়ে দোকানে থাকা লাঠি দিয়ে রহিমাকে মারধর করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রহিমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো এবং লাশ উদ্ধার করে সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।