বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ৩য় সামরিক সংলাপ ১২-১৪ এপ্রিল ২০২৩ তারিখে ঢাকা সেনানিবাস্থ সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। এই সামরিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম¥দ মাসীহুর রহমান এবং তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এয়ার ব্রিগেডিয়ার জেনারেল তানসেল কোকুইসাল।
এছাড়া বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তুরস্কের পক্ষে সংলাপের সাথে জড়িত ০৪ জন এবং তুরস্কের মিলিটারী এ্যাটাশে উক্ত সংলাপের সময় উপস্থিত ছিলেন।
এই সংলাপের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুযোগ সৃষ্টি করা। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা উষ্ণ ও নিবিড়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সামরিক উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতার প্রদানের জন্য তুরস্কের ক্রমাগত সহায়তার বিষয়টি সুস্পষ্ট। প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে তুরস্কে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করা হয়।
দুই দেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে একসাথে কাজ করে আসছে। দুই দেশের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামরিক সফর, বিনিময় সামরিক সহযোগিতার একটি অন্যন্য বৈশিষ্ট্য। এই সংলাপ বৈশি¡ক ও আ’লিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সর”াম, দূর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মোতায়েন, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে আমাদের সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে।
উল্লেখ্য, এর পূর্বে ১ম সামরিক সংলাপ গত ০৫-০৬ জুলাই ২০১৫ তারিখে ঢাকায় এবং ২য় সামরিক সংলাপ ২১-২৩ মার্চ ২০২২ তারিখ তুরস্কে অনুষ্ঠিত হয়েছে। এ প্রেক্ষিতে তিন দিন ব্যাপী এই সামরিক সংলাপের আয়োজন করা হয়।