ফ্রান্সের La Tribune জানিয়েছে বাংলাদেশ RAFALE কিনতে আগ্রহী। তবে এনিয়ে RAFALE এর পক্ষে এখনো কোন অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি।
ফ্রান্সের সাথে আমাদের সা’মরিক সম্পর্ক বেশ ভালই বলা চলে। ২০০৯-২০১৮ পর্যন্ত ফ্রান্স প্রায় ২৫.৭ মিলিয়ন ইউরোর সা’মরিক স’রন্জাম সরবরাহ করেছে বাংলাদেশকে।
সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ ফ্রান্সের বিভিন্ন সা’মরিক স’রন্জাম সরবরাহকারি কোম্পানির নিকট হতে ৮.৪ মিলিয়ন মূল্যের মি’লিটারি ইক্যু’ইপমেন্ট সংগ্রহ করেছে।২০১৮ সালের শেষ দিকে ২.৬ বিলিয়ন ইউরো সমমুল্যের naval material সংগ্রহের চুক্তি হয়।
বাংলাদেশ বিমান বাহিনী সম্ভাব্য অনেক যু’দ্ধবি’মান পরিদর্শন করছে এবং আগ্রহ দেখানো অস্বাভাবিক কিছু নয়।