নব্বইয়ের স্বৈ’রাচারবিরো’ধী, সা’মরিক শা’সনবিরো’ধী ছাত্র গণআ’ন্দোলনের অন্যতম ছাত্রনে’তা তৎকালীন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর ৮ম মৃ’ত্যুবার্ষিকী। সময়ের সাহসী সন্তান নব্বইয়ের ছাত্র আ’ন্দোলনের কিংবদন্তী নেতা ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু।
জাহাঙ্গীর সাত্তার টিংকুর জন্ম ১৯৬৩ সালের ১০ নভেম্বর চট্টগ্রামের রাউজানের কদলপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে। ১৯৮৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। স্কুল জীবনেই ছাত্রলীগের রা’জনীতিতে হাতেখড়ি তার। চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনি।
১৯৮৯-৯০ মেয়াদে অধুনালু’প্ত বা’কশাল সমর্থিত জাতীয় ছাত্রলীগের সর্বশেষ সভাপতি ছিলেন তিনি।
স্বৈ’রাচারবিরো’ধী আ’ন্দোলনের সময় ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টিংকু।
পরে ১৯৯১ সালে মহিউদ্দিন আহম্মেদ ও আবদুর রাজ্জাকের নে’তৃত্বাধীন বা’কশাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলে টিংকুও আওয়ামী লীগে যোগ দেন। তিনি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা কার্যকরী কমিটির সদস্য।
রাজ’নীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষা, সেবা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন টিংকু। এক সময় চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন তিনি।