রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আজহার আলীর নিজের ব্যক্তিগত তহবিল থেকে কাঁচা রাস্থা সংস্কার কাজ শুরু করেছেন।
হাড়-কাঁ’পানো শীত তোয়াক্ষা না করে শনিবার ৮ ফেব্রুয়ারী ভোর সকাল থেকেই তিনি নিজ দায়িত্বে এলাকার বিভিন্ন স্থানে ভে’ঙ্গে যাওয়া রাস্থা গুলো পুন্য সংস্কার করার উদ্যোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান।
জনসার্থে তিনি ওই এলাকার রাস্থা গুলো সংস্কার করে দিচ্ছেন বড়দল দক্ষিন ইউপি চেয়ারম্যান আজহার আলী। এসময় তিনি স্থানীয় সংবাদকর্মীকে জানান, ওই এলাকার মানুষ আমাকে রাস্থা-সংস্কার কাজ থেকে শুরু করে যে কোন বিষয়ে অভগত করলে আমি যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করব। তিনি আরো বলেন প্রতি বছর বর্ষাতেও আমি ওই এলাকার জনগন চলাচলের সুবিদার্থে সব রকম ব্যাবস্থা করে দিয়ে আসছি জনসম্মুকে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থনীয় কৃষক শুভোল মিয়া, মাহমুদ আলী, আশাকার মিয়া, রুস্তুম আলী, ছুরত জামাল, সাজু মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন প্রমুখ।