অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরো জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৮ রান। আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়েছে ভারত। বাকি কাজটা ব্যাটসম্যানরা সারতে পারলেই প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপ আসরের শিরোপা ঘরে তুলবে টাইগাররা।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটাকে আপাতত সঠিকই প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা। শক্তিশালী ভারতীয় ব্যাটিং অর্ডারকে বেশিদূর যেতে দেননি তারা, রেখেছেন নাগালের মধ্যে।
শুরু থেকেই ভারতের রানের চাকা চেপে ধরে টাইগাররা। দলীয় স্কোরে মাত্র ৯ রান যাগ হতেই ওপেনার ধিবইয়াশ সাক্সেনাকে ফেরান অভিষেক দাস। সেই চাপ সামলে উঠেন আরেক ওপেনার জয়শওয়াল এবং তিলক ভার্মা। ৩৮ রানে তিলককে ফেরান সাকিব।
এরপর জুরেলের ২২ রান ছাড়া আর কেউই দুই অংশ ছুঁতে পারেননি। একপাশ আগলে লড়তে থাকা জয়শওয়াল সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে থাকতে বিদায় নেন। ৮৮ রানে শরিফুলের শিকার হয়ে তিনি ফিরে গেলে মুখ থুবড়ে পড়ে ভারত।
বল হাতে ৩টি উইকেট তুলে নিয়েছেন অভিষেক দাস। এছাড়া ২টি করে উইকেট তুলে নিয়েছেন শরিফুল এবং সাকিব।
স্কোর:
ভারত: ১৭৭/১০ (৪৭.২) জয়শওয়াল ৮৮, তিলক ভার্মা ৩৮; শরিফুল ২/৩১, সাকিব ২/২৮, অভিষেক ৩/৪০।
টার্গেট ১৭৮।