স্বাধীনতার সুফল হিসেবে বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরের সুবিধা সম্পন্ন নগরে পরিণত হবে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষ পাবে। শহরে সাধারণ মানুষ যেমন নাগরিক সুবিধা পায়, গ্রামের মানুষও সেই নাগরিক সুবিধা পাবে। প্রতিটি গ্রাম হবে শহরের সুযোগ-সুবিধাসম্পন্ন নগর।’
পাশাপাশি একটি বাড়ি, একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার দারিদ্র্য বিমোচনের কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
আনসার-ভিডিপি বাহিনীকেও এ ধরনের উন্নয়নমূলক কাজে আরও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাহিনীর সবাইকে আন্তরিকভাবে দেশ গড়ার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া জননিরাপত্তা রক্ষায় অশুভ শক্তি প্রতিরোধে কাজ করতে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।















