সাম্প্রতিক শিরোনাম

জবিতে ব্যতিক্রমী 'র‍্যাগ ডে' উদযাপন

জবি প্রতিনিধিঃ ব্যতিক্রমী র‍্যাগ ডে উদযাপন করে আলোচনায় এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোশাকে র‍্যাগ ডে উদযাপন করে উক্ত বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যাগ ডে উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবি ও সাদা লুঙ্গি পরিধান করে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থীরা। এছাড়াও নারী শিক্ষার্থীদের পরিধানে ছিলো বোরকা ও স্কাফ।

ব্যতিক্রমী এ আয়োজনের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, মূলত পুরান ঢাকার প্রাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশনের মূল্যবান চার বছর ঐতিহ্যবাহী এই এলাকাতেই অতিবাহিত করেছেন। হাজারো সুখ-দুঃখের স্মৃতি পুরান ঢাকাতে তাদের। এসমস্ত বিষয় মাথায় রেখেই ব্যাতিক্রম আয়োজন।

র‍্যাগ ডে উপলক্ষে সকালে ক্যাম্পাসে আনন্দ র‍্যালী করেন শিক্ষার্থীরা।র‍্যালীটি ক্যাম্পাসের কলা অনুষদ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা র‍্যালী থেকে
‘পুরাণ ঢাকার গ্রাজুয়েট’ শ্লোগান দিতে দেখা যায়।

উক্ত বিভাগের বিদায়ী শিক্ষার্থী শিফাত আল করীম বলেন,দিনটি যেমন আনন্দের ঠিক তেমনি বেদনার।বিগত তিন বছর যাবত স্বীকৃত শিক্ষার মধ্যে কি আছে আমরা তা প্রকাশ করতে চাচ্ছি।র‍্যালী শেষ করে তিনি আরো বলেন আমরা গ্রাজুয়েশনে শেষ মুহূর্তে এসে কি কি শিখলাম তা ধারণ করার চেষ্টা করছি।যা শিখেছি তা যেন বিশ্ববিদ্যালয়কে দিতে পারি।আর এজন্যই পুরান ঐতিহ্যে প্রতি আগ্রহ রেখে র‍্যাগ ডের অংশ হিসেবে ভিন্নধর্মী এ কর্মসূচী তারা পালন করে।

ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন বলেন,অন্য সব বিভাগগুলো মতো আমরা ‘র‍্যাগ ডে’ পালন করি না।এটাকে আমরা ‘র‍্যাগ ডে’ না বলে আনার্স গ্রাজুয়েশন কমপ্লিকেশন বলতে পারি।তবলা বাজানো কিংবা রং ছিটানো এ রকম কোনো বিরক্তিকর কর্মকান্ড আমরা অংশ হিসেবে রাখি না।এরপর তার কাছে দিনের কর্মসূচী জানতে চাইলে তিনি বলেন,আমরা ইসলামিক নৈতিকতা ধারণ করে আনন্দের বহিঃপ্রকাশ এছাড়াও আলোচনা সভা ইত্যাদি।

তিনি আরও বলেন, বিভিন্ন কর্মসূচী হাতে রেখে ছেলেরা সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি পরে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে পুরাণ ঢাকার ঐতিহ্যকে ফুটে তুলেছে। আর এই প্রথম জবির কোনো ডিপার্টমেন্ট নিজেদের ‘র‍্যাগ ডে’ তে পুরান ঢাকার ঐতিহ্য ফুটে তুলেছে।এর আগে আমরা জবির কোনো ডিপার্টমেন্ট গুলোতে ঐতিহ্যকে প্রাধন্য দিতে দেখিনি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...