জীবন চলছে জীবনের মতো: সমিত জামান

জীবন চলছে জীবনের মত
চড়াই উৎরাই আছে শত শত
তবুও মনে পড়ে তোমাকে
হুবহু ঠিক তোমারই মত
অন্য কাউকে হয়তো!

কি করেইবা দেই
অন্য কাউকে স্থান
যেখানে তোমার জন্য
এখনো শুন্য রেখেছি আসন!

শুধু কর্মের বিরতিতে নয়
সারাক্ষনই ভেসে থাকে
একই মুখটি তোমার
মনের আয়নায়
ডিজিটাল ঘড়ির ডিসপ্লের মত!

মাঝে মাঝে বিরক্তি ধরায়
মুছে ফেলতে চাই
স্মৃতির বস্তাগুলো,
ছুঁড়ে ফেলতে চাই রাস্তায়
কিন্তু কি করে যে হয়,
ঘেঁটে দেখি
এ যে এঁটে আছে
আমারই কলিজায়!

সমিত জামান, সহ সম্পাদক, সাম্প্রতিক সংবাদ