তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।
চলমান বাংলাদেশ তুরস্কের সম্পর্কোন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসাবাণিজ্যে আরো এগিয়ে আসতে আগ্রহী তুরস্ক। কারণ তুরস্ক বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য চুক্তিগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। এমনটাই জানিয়েছে নবনিযুক্ত তুর্কী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান। নবনিযুক্ত তুর্কী রাষ্ট্রদূত মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎকালে এসব বলেন।
জবাবে রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্যে তুরস্কের প্রতি ধন্যবাদ জানান। এসময় তিনি তুর্কী রাষ্ট্রদূতের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্টিত হতে যাওয়া D-8 সম্মেলনে উপস্হিত থাকার আমন্ত্রণ জানান। এতে তুর্কী – বাংলাদেশ সম্পর্কে ভিন্ন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।