সাম্প্রতিক শিরোনাম

ক্র‍্যাক প্লাটুনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

আওয়ামী একটিভিস্ট ফোরাম ক্র‍্যাক প্লাটুনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহিদদের স্মরণে দিনটিকে সামনে রেখে অনেক আগে থেকেই পরিকল্পনা ও সে হিসেবে প্রস্তুতি নেয়া হচ্ছিলো বলে জানায় সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ জেলা ক্র‍্যাক প্লাটুনের উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় একদল তরুণ একটিভিস্ট। যার নেতৃত্ব দেয় ক্র‍্যাক প্লাটুনের এসিট্যান্ট চীফ আব্দুর রহমান রাজীব। শুক্রবার ভোর বেলায়ই সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

ক্র‍্যাক প্লাটুনের চট্টগ্রাম ইউনিটের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সংগঠনের সিনিয়র এডমিন ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান শিরিন আক্তারের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহকারী নূর উদ্দিন। সিনিয়র এডমিন শিরিন আক্তার জানান, ক্র‍্যাক প্লাটুনের চট্টগ্রাম ইউনিট বরাবরের মতই ঐক্যবদ্ধ। পূর্বের মত বিশেষ দিন গুলো পালনে আমাদের ইউনিট কখনো পিছিয়ে যাবেনা। 

পাবনায় ক্র‍্যাক প্লাটুনের এডমিন সমিত জামানের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ক্র‍্যাক প্লাটুনের নেতা কর্মীরা। এসময় মানবাধিকার তৃণমূল কেন্দ্রের ব্যানারে র‍্যালী ও নিজস্ব ফুল অর্পণ করে ক্র‍্যাক প্লাটুন। সমিত জামানের কাছে জানতে চাইলে জানা যায়, ক্র‍্যাক প্লাটুনের পাবনায় কোনো কমিটি নেই, কিন্তু কেন্দ্রের সাথে আমাদের আলোচনা চলছে। শীগ্রই পাবনার কমিটি ও সদস্য নিবন্ধন হবে বলে আমরা আশা রাখছি। তারপর আমরা নিজেদের ব্যানারে পরবর্তী সকল দিবস পালন করবো।

এ প্রসংগে তৃণমূল কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিম  বলেন এবার এই প্রথম তৃণমূল কেন্দ্র নিজ সংগঠনের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোন সংগঠনের পক্ষে কর্মসূচি পালন করল। যা তৃণমূলকেন্দ্র কোনদিন করেনি। এবারে তৃনমূল কেন্দ্র প্রথম এই ধরনের কর্মসূচি পালন করলো কারন সেই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একদল তরুণের তৈরি অনলাইন ভিত্তিক সংগঠন। সংগঠনের নাম ক্র্যাক প্লাটুন আওয়ামীএক্টিভিস্ট ফোরাম। তৃণমূল কেন্দ্র এভাবে কর্মসূচি পালন করলো কারণ তৃণমূল কেন্দ্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন।   

এছাড়াও ঢাকা, রংপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরেও শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য ক্র‍্যাক প্লাটুন অনলাইনে আওয়ামী পন্থী একটি এক্টিভিস্ট ফোরাম। দেশ বিরোধী গুজ’ব প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বি’কৃতি রুখে সঠিত ইতিহাস তুলে ধরা সংগঠনটির মূল লক্ষ্য। এছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকান্ডে অংশ নিয়ে থাকে সংগঠনটি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...