চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম পটিয়ায় বীরমুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ও অন্ত্যোষ্টিক্রিয়া এবং সংঘদান অনুষ্টান হয়েছে।
পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় ভাটিখাইন করলসুমঙ্গল বিহারের সামনে মরদেহে ভুমি সহকারী কর্মকর্তা ইনামুল হাসানের নেতৃত্বে প্রশাসনের একটি টিম গার্ড অব অনার প্রদর্শন করে শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসন ছাড়াও, মুক্তিযোদ্ধা সংসদ, পটিয়া উপজেলা আ’লীগ, পৌরসভা আওয়ামী লীগ, পটিয়া হিন্দু-বৌদ্ধ-খৃষ্টার্ণ ঐক্যবদ্ধ পরিষদ ও বৌদ্ধ সমিতির উদ্যোগে পৃথক পৃথকভাবে মরদেহে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।
বীর মুক্তিযোদ্ধা বাবু মৃণাল কান্তি বড়ুয়ার অন্ত্যোষ্টিক্রিয়া এবং সংঘদান অনুষ্টানে বিজিএম এর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক এম এ জাফর,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোঃ সেলিম নবী, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ডঃ সংঘপ্রিয় থেরো, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক নাছির উদ্দিন, মাষ্টার সিরাজুল ইসলাম, চেয়ারম্যান মোঃ ছৈয়দ, চেয়ারম্যান বকতিয়ার, অনিমেষ বড়ুয়া, সবুজ বড়ুয়া, আলহাজ্ব নাজিম উদ্দিন, মহিউদ্দিন মহি, তরিৎ বড়ুয়া সহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, গত শুক্রবার নগরীর ম্যাক্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বীরমুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।