শালিখায় আড়পাড়া মহিলা কলেজে মাগুরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির দুইদিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটির ফাস্ট এইড বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অত্র মহাবিদ্যালয়ের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবুল ফকির, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস,জেলা পরিষদ সদস্য কাসেম মিনা ও নিভা রানী বিশ্বাস। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।















