বোয়ালখালী প্রতিনিধি:- বোয়ালখালী পৌরসভার বিভন্ন সড়কে মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ ও পৌরসভার সামনের মূল সড়ক ও আশেপাশের সড়কে ফুটপাতের দোকান, ভ্রাম্যমান ভ্যানগাড়ীর উপর অবস্থিত বিভিন্ন ফলের দোকান উচ্ছেদ করা হয়।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ইকরাম আহাম্মদের ছেলে মোহাম্মদ সম্রাট, মনমোহন সেনের ছেলে প্রবীর সেন, আলী হোসেনের ছেলে মোহাম্মদ সাকিল, মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ মনির, আমজাদ হোসেনের ছেলে মোহাম্মদ জাকের, আবুল কালামের ছেলে মোহাম্মদ রুবেলকে জরিমানা করা হয়। এছাড়াও মরহুম আহমদ উল্লাহর ছেলে মোহাম্মদ আইয়ুবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বোয়ালখালী পৌরসভার সহযোগীতায় আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগীতা করেন বোয়াখালী থানা পুলিশ।
অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, ফুটপাথ দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট করার জন্য নিয়মিত নজরদারির আওতায় রাখা হবে।