ছুঁয়ে কি দেখেছো কখনো
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে হঠাৎ
একঝাঁক নরম মেঘের পালক
অাঙুলের আলতো ডগায়?
অথবা সাগরের নীল ঢেউয়ের
দোলায় সফেন ফেনার বুদবুদ রাশি?
খুব একা এক নদীর আরশিতে নিজেরই চেনা মুখটিরে
অচেনা স্রোতের কাঁপনে
তিরতির ভেঙ্গে যাবার শিহরন?
দেখেছো চেয়ে কখনো
এপিটাফে এপিটাফে ভরা
সারি সারি সমাধির ভীড়ে
একটি প্রস্তরে খোদিত,
” বুকের ঠিক মাঝখানে
তুমি জন্ম-জন্মান্তরে। “….
……বাণীটির নীরব অশ্রুপাত?
জেনেছো কখনো ঝড়ে
নীড়হারা পাখিটির শোক?
অথবা লাজুক মেয়েটির
হাসিমুখ হলুদ ছোঁয়ায়
ছলছল বেদনায় প্রথম প্রেমের
ভীরু কদম পেছনে ফেলে যাবার
মায়াবতী চাহনি?
আমি ছুঁয়ে যাই, নুয়ে যাই,
পৃথিবীর প্রথম বিরহ-গাঁথায়
প্রতি প্রেমিকের হৃদয় হারানো সুরে,
যখন এক মুহূর্ত তুমি
ভুলে থাকো আমায়,
নাগরিক রেসের
ঘোড়দৌড় মাঠে
যান্ত্রিক যন্ত্রণায়।