মনের মত মন খুজে কি পায়,
অভিনয় ক্রিয়ার মানুষ তব ঘুরে বেড়ায়।
কি বলিব কে শুনিবে নেই কোন ভাষা,
মন চিনিয়ে চিনিমিনি খেলে নিত্য পাসা।
কত মন মহাজন কেড়ে নিয়েছে মন,
আজ যে তারা বিদায় নিয়ে নিদ্রায় চির দহন।
মহনি বাজায় বাশি মন উতালা আনমন,
সে সুর আর ভালো লাগেনা পাইনা খোজে সে মাতানো ধ্বনি মলায়ন।
কত কস্ট হৃদয় গহিনে কে বুজিবে শ্যাম বিহনে,
ঘুরি ফিরি সর্ব স্থান দেখি সব পাথর কার ব্যাথা কে শুনে।
আহামরি হাম হাম সময় কাটে মত্ত বাজার ,
যাদের নিয়ে নিত্য বাজার রাখিবে কি স্বরন হইয়া উদ্বার।
কি আর করার যদিও উতালা হয় মনের ব্যগ বলি কান্না লয়ে,
কানেতো শুনেনা সে মহাজন দুঃখ সুধায় খাড়া সামনে পাথর নিয়ে।
এভাবে দিন গুনে শেষ প্রহর আশায় আছি
আসিবে জম করিবে রম গলায় দিয়ে ফাসি।
কবিতা :- পাথর
লেখক:- মুহাম্মদ আবু নাঈম