মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত ৪ যাত্রীর কাছ থেকে ৬৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বাজার মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা। আজ ৫ মার্চ বৃহস্পতিবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন তারা।
বিমানবন্দর সূত্রের বরাতে গণমাধ্যমে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফটিকছড়ির মোহাম্মদ হোসেনের কাছ থেকে ২৯০ কার্টন, ডবলমুরিংয়ের মোহাম্মদ বদিউল আলমের কাছ থেকে ৯৫ কার্টন, লোহাগাড়ার মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছ থেকে ১৯০ কার্টন ও কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে ৭০ কার্টন সিগারেট পাওয়া যায়। এ সময় দুইজন যাত্রীর কাছ থেকে ২টি ২৪ ক্যারেটের ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণের বারও আটক করা হয়। জব্দ করা সিগারেট ও স্বর্ণের বার আইন অনুয়ায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৮ঘটিকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালান চক্রের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন তারা। বিমানবন্দরের বাইরে চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন।এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের বিস্কুট, বিদেশি সিগারেট ও অন্যান্য বিদেশি পণ্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
চোরাচালান চক্রের সদস্যরা হলেন; ফটিকছড়ির উত্তর রোসাংগীরি এলাকার নুরুল আলমের ছেলে মো. রশিদুল করিম (২২), হাটহাজারী গড়দুয়ারা এলাকার শাহ আলমের ছেলে মো. হারুন (৩৫), ফেনীর ছাগলনাইয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো. সাজ্জাদ মহেশ (২৭), মমতাজুল হকের ছেলে মো. আলী হোসেন (৪২), আবদুল মতিনের ছেলে মো. আবদুল আজিম (২৭), আবুল খায়েরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫), দেলোয়ার হোসেনের ছেলে সাহাবুদ্দীন (২৮), ফুলগাজী এলাকার সৈয়দ মেজবাহ উদ্দিনের ছেলে সৈয়দ নাজিম উদ্দীন (৩৫) ও আবদুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৪২)। জানা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশে আসা চোরাচালান চক্রের এ সদস্যদের গ্রেপ্তার করা হয়।