সাম্প্রতিক শিরোনাম

উত্তাল ৬ মার্চঃসেন্ট্রাল জেলের গেট ভেঙ্গে ৩২৫ জন কয়েদির পলায়ন

উত্তাল মার্চের ৬ তারিখ ! বাঙ্গালির চোখে মুখে স্বাধীনতার স্বপ্ন।গ্রাম গ্রামান্তর হতে লাখো লাখো বাঙালি ছুটছে ঢাকার দিকে। কাল বঙ্গবন্ধু কি বলেন তা শুনার জন্য। সোহরাওয়ার্দী মাঠ প্রস্তুত। কলরেডি মাইক সার্ভিস বেশ চতুরতার সাথে গাছের শাখায় পাতার আড়ালে ঢেকে রেখেছেন মাইকের হর্ণ গুলো। ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত প্রায় দুইশতাধিক বাঙালিকে হত্যা করা হয়েছে। সারাদেশে প্রায় পাঁচশতাধিক বাঙালি বুলেটের ক্ষত নিয়ে কাতরাচ্ছেন।


এদিকে খুলনায় নতুন করে সংঘর্ষে ১৮ জন নিহত ৬৪ জন আহত। ঢাকায় ষষ্ঠ দিনের মতো হরতাল পালনকালে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে আসে। ছাত্রলীগ রাজপথে লাঠি মিছিল করে। মহিলা আওয়ামী লীগ শহিদ মিনারে সমাবেশ করে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক প্রতিবাদ বিক্ষোভ করেন। সাংবাদিক সমাজ ও লেখক সংঘ বাইতুল মোকাররম এলাকায় সভা ও শোভাযাত্রা করে। সাধারন শিক্ষক সমাজ শহিদ মিনারে প্রতিবাদ বিক্ষোভ করেন।ছাত্র ইউনিয়ন শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে।ওয়ালি ন্যাপ নিউমার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। বাংলা ন্যাশনাল লীগ পলটনে বিক্ষোভ সমাবেশ করে। মহিলা পরিষদ বাইতুল মোকাররম এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। বাংলা একাডেমীতে শিল্পী সমাজের সমাবেশ।


সকাল ১১ টার দিকে ঢাকা সেন্ট্রাল জেলের গেট ভেঙ্গে ৩২৫ জন কয়েদি পালিয়ে যায়। পালানোর সময় পুলিশের গুলিতে ৭ জন কয়েদি নিহত এবং ৩০ জন আহত হয়।পরবর্তী কয়েক সপ্তাহে অনেক কয়েদি পুনঃ গ্রেফতার হয়।


মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে প্রকাশিত দিনপঞ্জি মতে,পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে এক বেতার ভাষণে ২৫ মার্চ জাতীয় পরষদের অধিবেশন আহবান করেন। ভাষণে তিনি বলেন, যাই ঘটুক না কেন যদ্দিন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী আমার হুকুমে রয়েছে এবং আমি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান রয়েছি তদ্দিন পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশভাবে পাকিস্তানের সংহতিরে নিশ্চয়তা বিধান করবো।প্রেসিডেন্টের বেতার ভাষণের অব্যবহিত পরেই বঙ্গবন্ধুর বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাখার ওয়ার্কিং কমিটির এক যুক্ত জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

কয়েক ঘণ্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে প্রেসিডেন্টের বেতার ভাষণের আলোকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ইয়াহিয়া খানের বেতার ভাষণের পরপরই ঢাকা ও নারায়নগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল বের হয়। রাওয়ালপিন্ডিতে পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তাঁর দল ২৫ মার্চ জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনের আগেই আলোচনার মাধ্যমে শাসনতন্ত্রের মোটামুটি একটি কাঠামো স্থির করতে চায়।লাহোরে কাউন্সিল মুসলিম লীগ নেতা এয়ার মার্শাল নূর খান এক সাক্ষাৎকারে বলেন, শেখ মুজিবুর রহমানের দেশ-শাসনের বৈধ অধিকার রয়েছে। ক্ষমতা হস্তান্তারের সব বাধা অবিলম্বে দূর করতে হবে।

প্রেসিডেন্টের বেতার ভাষণে পরিস্থিতি অবনতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর দোষারোপ করায় নূর খান দুঃখ প্রকাশ করেন।পেশোয়ারে পাকিস্তান মুসলিম লীগ প্রধান খান আবদুল কাইয়ুম খান ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহবানের সিদ্ধান্তকে অভিনন্দিত করে বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পিডিপি প্রধান নবাবজাদা নসরুল্লাহ খান ও কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দৌলতানা ইয়াহিয়া খানের ঘোষণাকে স্বাগত জানান।প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান লে. জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করেন।ছাত্রলীগ ও ডাকসু নেতৃবৃন্দ এক বিবৃতিতে ৭ মার্চ রেসকোর্স ময়দান থেকে সরাসরি বঙ্গবন্ধুর ভাষণ বাংলাদেশের সকল বেতার কেন্দ্র থেকে রিলে করার দাবি জানান। তথ্য সূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর।

লেখকঃ মোহাম্মদ হাসান, সাংবাদিক, কলামিস্ট

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...