সাম্প্রতিক শিরোনাম

মাশরাফীকে রানের পাহাড় উপহার দিলো লিটন-তামিম

অধিনায়ক হিসেবে মাশরাফীর শেষ ম্যাচটির প্রথম ইনিংস রেকর্ডে ভরপুর। দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাসের অতিমানবীয় ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে রান পাহাড়ে চাপা দিল বাংলাদেশ। বৃষ্টির কারণে কমে ৪৩ ওভার হওয়া ইনিংসে ৩ উইকেটে ৩২২ রান তুললো টাইগাররা।

অধিনায়কের বিদায়ী ম্যাচে এরচেয়ে ভালো উপহার আর কিই বা দিতে পারতেন দুই ওপেনার। সিলেটে টস হারলেও মাশরাফীকে হতাশ হতে দেননি লিটন দাস এবং তামিম ইকবাল। বরং গড়েছেন ইতিহাস। ২৬৪ রানের জুটিটি এখন যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।এর আগে ২০১৭ সালে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেট জুটিতে এই রেকর্ড গড়েছিলেন তারা। এটিই আজকের আগে ওয়ানডেতে যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিলো। এর আগে শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ১৭০ রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ড ভাঙেন তারা।

এরপর  বৃষ্টির কারণে খেলা বন্ধ অনেক্ষণ। শেষ পর্যন্ত ওভার কমিয়ে খেলা গড়ানোর পর বিধ্বংসী ব্যাটিংয়ে সব রেকর্ড ভেঙে চুরমার করেন এ দুই ওপেনার।ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন লিটন দাস। এতদিন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন তামিম ইকবাল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেকেই ছাড়িয়ে যান তিনি। ১৫৮ রানের সেই রেকর্ডটি টিকলো না তিন দিনও। সিরিজের প্রথম ম্যাচে নিজের ক্যারিয়ার সেরা ২২৬ রানের ইনিংস খেলা লিটন এদিন শুধু নিজেকেই ছাড়িয়ে গেলেন না, ছাড়িয়ে গেলেন সব রথি মহারথিকে। তার ১৭৬ রানের ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এর আগে সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার। ৩৩তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে তামিম-লিটন মিলে করেন ১৮২ রান। লিটন সেঞ্চুরি পূর্ণ করেই মাঠ ছাড়েন। ওভার কমিয়ে করা হয় ৪৩। বৃষ্টির পর ফিরে দ্রুতই সেঞ্চুরি তুলে নেন তামিমও। এরপর শুরু হয় একের পর এক রেকর্ড গড়া। নিজের ইনিংসটাকে অনন্য উচ্চতায় নিয়ে যান লিটন। আর তার সঙ্গে মিলে তামিম জুটিটাকে বানান রেকর্ড জুটি। মুম্বার বলে সীমানায় সিকান্দার রাজার হাতে ক্যাচ দেয়ার আগে ১৭৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে যান তিনি।এরপর মাহমুদুল্লাহ ৩ রান করে ফিরে যান। তামিম অপরাজিত থাকেন ১২৮ রানে।

বাংলাদেশ থামে ৩২২ রানে।স্কোর: বাংলাদেশ ৩২২/৩ (৪৩) তামিম ১২৮*, লিটন ১৭৬, মাহমুদুল্লাহ ৩, আফিফ ৭; মুম্বা ৩/৬৯।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...