ক্ষয়িষ্ণু অর্থনীতির উপর করোনার আঘাতে ভারতের অর্থনীতির অবস্থা আরো করুন হয়েছে।
ভারতের চতুর্থ বৃহৎ বেসরকারি ব্যাংক ইয়েস ব্যাংক পতনের দ্বারমুখে। এই অবস্থায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক RBI ইয়েস ব্যাংকের নিয়ন্ত্রন নিয়েছে।
ভারতের মূদ্রা রুপির বিগত ১৬ মাসের ভেতর সব থেকে বড় দরপতন হয়েছে গতকাল। ১৬৩ পয়সা কমে গিয়ে এখন ডলারের বিপরীতে রুপির মূল্য ৭৪ ছাড়িয়েছে।
বাংলাদেশের লাগামহীন দূর্নীতি, কোটি টাকার নারকেল গাছ, বন্ধ করতে না পারলে আমদের সামনে যে খুব ভাল কিছু অপেক্ষা করছে সেই আশা করে লাভ নেই।
কঠোর ভাবে দমন করতে হবে দূর্নীতিবাজদের। এদিকে ঢাকা চট্টগ্রাম মিটারগেজ রেলপথ ভেঙ্গে কেন ব্রডগেজ করতে হবে সেটা আমার মাথায় ঢুকছে না। এটাকে ডুয়েলগেজে উন্নিত করলেই তো ব্রডগেজ রেল চলতে পারত।
যেহেতু আগামীতে হাই স্পিড রেল এর জন্য আলাদা ট্রাক করা হচ্ছে তাই এখনি এমন অদূরদর্শী পরিকল্পনাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। যেখানে সমাধানের উপায় আছে সেখানে কেন অর্থ অপচয়?
ম্যাক্রোইকোনমিক অবস্থা বাংলাদেশের ভারতের থেকে ভাল। বৈদেশিক ঋন অন্যান্য দেশের তুলনায় কম। এর মানে এই না যে আমরা যা ইচ্ছা তাই প্রকল্প নিব আর অন্যান্য দের মত আমাদের অবস্থান ও খারাপ করব।