চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব বাজার সংলগ্ন মাতু ভূঁইয়া বাড়িতে আজ ১৩ মার্চ শুক্রবার দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় আকস্মিক অগ্নিকান্ড ১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মীরসরাই ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে প্রতক্ষদর্শী সূত্রে জানাযায়।
ঐ বাড়ির বাসিন্দা ও ঐ সমাজের সর্দার মীরসরাই সমকাল ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী শেখ ফরিদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বসতঘর পুড়ে বসে গেছে একটি সুই-সুতাও রক্ষা করতে পারিনি। বাড়ির অন্য পরিবার গুলোরও একই অবস্থা।
এলাকার সচেতন মহল বলছেন, ঐ বাড়ির বেশিরভাগ পরিবার নিন্ম মধ্যবিত্ত। তাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। স্থানীয় সাংসদ,উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মহোদয়গণ যদি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নজরে আনতে পারেন তবে এ বিষয়ে আন্তরিক হলে মুজিববর্ষে অন্তত এতদঞ্চলে একটা দৃষ্টান্ত স্থাপন মূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব।