আওয়ামী লীগ কথায় নয়, কাজে প্রমাণ দেয়। ভোট পেতে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু আওয়ামী লীগ যা বলে তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেয়। এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রাম নগরীর কাট্টলী ও উত্তর পাহাড়তলী,সরাইপাড়া এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভাগুলোতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, স্বাধীনতা এনেছে। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়ন করে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত করেছেন। তার দূরদর্শিতায় চলছে উন্নত রাষ্ট্র গড়ার কাজ।
রেজাউল করিম চৌধুরী ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, পাহাড়তলী ওয়ার্ডের প্রাকৃতিক নৈসর্গ্য চট্টগ্রামের ঐতিহ্য। ঐতিহ্য সংরক্ষণে আমার বিশেষ দৃষ্টি থাকবে। মেয়র নির্বাচিত হলে আমি মাদক ও সন্ত্রাসমুক্ত, পরিবেশবান্ধব নগর গড়তে কাজ করব। শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি আন্তরিকতাকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ নগর হবে চট্টগ্রাম।
গণসংযোগকালে রেজাউল করিম চৌধুরীর সঙ্গে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক ও মো. সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা শফিকুল হাসান, মো. ঈছা, জামশেদুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক শওকত আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।