রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছেন।
আজ ১৪ মার্চ শনিবার দুপুর সোয়া একটায় মিরপুর ১০ এর জল্লাদখানার কাছে ঝুটপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ৫ ইউনিট, পরবর্তীতে আরো ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত করা হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।