বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ গেছে করোনাক্রন্ত হয়ে।
এমতবস্থায় আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছেন সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্যের বরাতে দেশের জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকালে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে।”