স্কুল-কলেজ বন্ধ মানে পড়াশোনা বন্ধ নয়, বাইরে ঘোরাঘুরি নয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ীতে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ সোমবারের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি এ সময় কোচিং সেন্টারও অবশ্যই বন্ধ থাকবে। ছুটির এই সময় শিক্ষার্থীদের বাসায় থাকতে হবে। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী এসব কথা বলেন
করোনার উপসর্গ দেখা দিলে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, “এটি সবাইকে মেনে চলতে হবে। এবং কোয়ারেন্টিন শেষ না হওয়া পর্যন্ত কারো সাথে দেখা করা যাবে না। ও বাইরে বের হওয়াও যাবে না।”
এদিকে ১ এপ্রিল আসন্ন এইচএসসি পরীক্ষা হবে কিনা- এ নিয়ে পরীক্ষার আগে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।