মেয়র নির্বাচিত হলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যের সম্প্রসারণে বিশেষজ্ঞ ও ব্যাবসায়ী নেতাদের সমম্বয়ে টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেবো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
গতকাল রবিবার নগরীর উত্তর ও দক্ষিন আগ্রাবাদে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা কালে আয়োজিত বিভিন্ন সংক্ষিপ্ত পথসভায় তিনি এমন প্রতিশ্রুতি দেন।
চট্টগ্রামকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নগরী গড়তে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম কেন্দ্রবিন্দু আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। বন্দরভিত্তিক কার্যক্রমসহ বড় শিল্প গোষ্ঠীর প্রায় অফিসই এ এলাকায় অবস্থিত। চট্টগ্রামের অফিস পাড়াকে বিশেষ সুবিধার আওতায় রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিশেষ সুদৃষ্টি রয়েছে।
আগ্রাবাদকে বিশেষ তথ্য প্রযুক্তি সেবার আওয়ায় এনে অফিস পাড়াকে বিশেষ নিরাপত্তায় আনতে প্রশাসন ও ব্যাবসায়িক নেতৃবৃন্দের সমম্বয়ে পরিকল্পনার কথাও বলেছেন তিনি।
এসময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।