রিপন চন্দ্র, রাবি প্রতিনিধিঃ করোনাভাইরাস বিস্তারের আশঙ্কায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বন্ধ চলাকালীন সকল আবাসিক হলগুলোও বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো.লুৎফর রহমান সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় এ তথ্য নিশ্চিত করেন।
লুৎফর রহমান বলেন,করোনা মহামারী আকার ধারণ করার আগেই আমাদের সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ৪০ হাজার মানুষের সমাগম। এই বড় জনগোষ্ঠীর মধ্যে থেকে একজন আক্রান্ত হলেই তা দ্রুত ঝড়িয়ে যেতে পারে। তাই সবকিছু বিবেচনা করে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলাম।