হে জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৯ই জানুয়ারি ২০২০,
ঘোষণা করিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী,
১০ই জানুয়ারি ২০২০;
তোমারই নামে মুজিব শতবর্ষ।
আজ থেকে সারা বর্ষর,
পালিত হবে মুজিব শতবর্ষ।
হে জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
যতদিন রবে পদ্মা,মেঘনা,
যুমুনা আর গৌরি বহমান,
ততদিন রবে তোমারই সম্মান।
বাঙালি জাতি কখনো ভুলবেনা,
তোমার এনে দেওয়া;
স্বাধীনতার অবদান,
চিরদিন পাবে তুমি ন্যার্য সম্মান।
তুমি বাঙালি জাতির হৃদয়ের স্পন্দন,
তুমি বাঙালি জাতির প্রাণ;
বাংলার স্বাধীনতার তোমারই অবদান।
তুমি বাঙালি জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০ই জানুয়ারি ২০২০,
তোমারই সুযোগ্য কন্যা,
বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী,
শেখ হাসিনা ঘোষণা করিলেন,
২০২০ সারা বর্ষর পালিত হবে,
তোমারই নামে মুজিব শতবর্ষ।
কবিতাঃ মহাবানবের জন্মদিন,
লেখকঃ বাদল বড়ুয়া, শিক্ষক, কবি-সাহিত্যিক।