করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে আটক করেছেন র্যাব -৭। গতকাল মঙ্গলবার রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক কামরুল হাসান রুমির (৩৯) গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায় হলেও থাকেন নগরীর হালিশহর জি ব্লকে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (অপারেশনস) মাশকুর রহমান সংবাদ মাধ্যমে জানান, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার রুমি গত রবিবার বিকেলে তার ফেসবুক একাউন্টের মাধ্যমে নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট ইংলিশ গ্রামার স্কুলের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত বলে ভিডিও প্রচার করে। রুমির প্রচার করা ভিডিওটি বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে অনেকে আতঙ্কিতও হয়ে পড়ে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে গত ১৩ মার্চ বোয়ালখালী উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হন সাতকানিয়া পৌরসভার এক উপ-সহকারী প্রকৌশলী।