জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মীরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ গতকাল তাঁর ফেইসবুক একাউন্ট থেকে এক আবেগঘণ স্ট্যাটাস অসংখ্য ত্যাগী কর্মীদের হৃদয়ে রক্ত ক্ষরণ ঘটিয়েছে। অবশ্য তিনি সম্ভবত দেশের একমাত্র জন যিনি রাজনৈতিক মামলায় বিয়ের দিন নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় গ্রেফতার হয়ে অবশেষে এ এসপি সার্কেল অফিসে ফুলসজ্জার রাত। তাছাড়া তাঁর ছোট ভাই চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের নেতা সাখাওয়াত হোসেন আরেফিন কে হত্যা করে চিহ্নিত শিবিরের সন্ত্রাসীরা। অপর ভাই মোশারফ হোসেন তারিপ অপরাজনীতির শিকারে ফেঁসে গিয়ে র্যাবের গুলিতে নিহত হয়।
তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ
তোমার জন্মশতবার্ষিকীতে দুঃখের সাথে বলতে হচ্ছে….
তোমার আদর্শ বুকে ধারন করার চাইতে- তোমার কোট গায়ে দেয়ার লোক অনেক বেশি…
যাদের দ্বারা প্রতিনিয়ত অপমানিত হচ্ছে- তোমার আদর্শ বুকে ধারন করা তোমার সন্তানরা….
তোমাকে হত্যার পর- তোমার আদর্শের জন্য, যাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ…..
৯৬’র পর তোমার কোট গায়ে দেয়া পরগাছারাই শাষন করছে তোমার আওয়ামীলীগকে….
পরপার থেকে দোয়া কর পিতা……
সব অপমান,অবহেলা সহ্য করে যেন বেঁচে থাকতে পারে তোমার প্রকৃত সন্তানরা……
হতাশার সাগরে তারা যেন হারিয়ে না যায়…
যদিও তুমি জান, কোন পরিস্থিতিতেই আদর্শচ্যুত হবেনা তোমার সৈনিকরা….
কারন তারা রাজনীতির বেপারি না।
আদর্শ কি তুমিই তো শিখিয়েছো নিজের জীবন দিয়ে….