সংকর রায়, কলকাতাঃ বন্ধুকে ফোন, বান্ধবীকে দ্রুত হোয়াটসঅ্যাপ ৷ আত্মীয়-স্বজ্জনকে সোজা জানানো, জলদি ছাদে কিংবা বারান্দায় উঠে পড়ো৷ যারা অফিসে, তাঁরা কেউ কেউ জানালায়, কেউ কেউ অফিসের ছাদেই ৷
মোবাইল ফোনে টুক করে ছবি তুলে নেওয়া ৷ বুধবার ব্যস্ত শহুরে চোখ একেবারে আকাশের দিকে ৷ কারণ? ওই যে সূর্যের চারপাশে আলোর বলয় ! সূর্যের চারিদিককে ঢেকে রেখেছে রামধনু রং ৷
তবে এ ঘটনা এই প্রথম নয়, কলকাতার আকাশে ৷ এর আগে বিধানসভা ভোট নিয়ে যখন থমথমে কলকাতা শহর ৷
ঠিক তখনই আকাশে ঝলমল করে উঠেছিল এই দৃশ্য ৷ তারিখটা ছিল ৩০ এপ্রিল, ২০১৬ ৷ সেই স্মৃতি উসকেই ফের সূর্যের বলয় ৷ তা কেন হয় এমনটা ? কী বলছেন বিশেষজ্ঞরা ৷
বিশেষজ্ঞদের কথায়, ‘এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য। যার নাম ‘সূর্য-বলয়’।
বর্ষার ঠিক আগে বা পরে ভূপৃষ্ঠ থেকে পাঁচ-দশ কিলোমিটার উঁচুতে আকাশে যখন জমাট মেঘতৈরি হয়, তখনই এই ধরনের সূর্য-বলয় তৈরির সম্ভাবনা তৈরি হয় ৷
আসলে অনেক সময়ই মেঘে জমাট শিলার ভেতর দিয়ে আলো আসার সময় আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের ফলে এই বলয় তৈরি হয়। সেই শিলার অবস্থানের জন্যই এই বলয় তৈরি হয়। এই বলয় থাকার অর্থ ভবিষ্যতে বৃষ্টি নামার সমূহ সম্ভাবনা।