করোনা ভাইরাসের অজুহাতে পন্যের দাম বেশি নেয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে চট্রগ্রামের মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার কতৃক গণ বিজ্ঞপ্তি জারির পরও পণ্যের মূল্য তালিকা পদর্শন না করায় ও প্রচলিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় মীরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়নে ১৩ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে হোম কোয়ারেন্টাইন না মানায় তিন প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার গোধূলি বেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। সংশ্লিষ্টরা জানান, এদিন ইউনিয়নের করেরহাট, বারইয়াহাট, মীরসরাই সদর, মিঠাছরা ও আবুতোরাব বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের মূল্য তালিকা না থাকাসহ একাধিক কারণে ১৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে হোম কোয়ারেন্টাইন না মানায় দুই বিদেশ ফেরত প্রবাসীকে ১০ হাজার ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন স্থানীয় সংবাদ কর্মীদের জানান,অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি বিক্রেতাদের কারসাজি। মূল্য তালিকা প্রদর্শন করলে প্রশাসন, জনগণ ও জনপ্রতিনিধিদের মনিটরিংয়ের সুযোগ রয়েছে। ক্রেতাদের এ বিষয়ে সচেতন হতে হবে।
ভ্রাম্যমান আদলতের ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম তানজির স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান,এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হটাৎ করে অতিরিক্ত দামে চাল ও পেঁয়াজ বিক্রি করছেন এমন খবরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।তারই পরিপেক্ষিতে সরেজমিনে এ সময় খবরের সত্যতা পাওয়ায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সর্বোশেষ সর্তক করা হয়।এসময় বাজার মনিটরিংয়ের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে করোনা ভাইরাস ও এর প্রতিরোধে সম্পর্কে সচেতনতা মূলক ব্রিফিং করা হয় এবং মীরসরাই পৌরসভাস্থ গোভানিয়ার ওমান প্রবাসী একজনকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাজারে যাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন,মীরসরাই উপজেলার সমগ্র বাজার ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ এবং বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।তাই আমরা আগামীতেও জিরো টলারেন্স নীতি অবলম্বন করে বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখব।