চট্টগ্রামের মীরসরাইয়ে ফোনে চিকিৎসা সেবা নিতে আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন।
তিনি উপজেলার সকল নাগরিকদের যেকোন ধরনের সাধারণ জরুরি স্বাস্থ্য সেবা পেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে ফোনের মাধ্যমে সেবা নিতে পরামর্শ দিয়েছেন। এছাড়াও একটা হটলাইন নাম্বার (১৬২৬৩) যোগাযোগের জন্য দেয়া হয়েছে।
আজ ২৪ মার্চ মঙ্গলবার তাঁর “ভেরিফাইড ফেসবুক পেজ” টাইমলাইনে এ সংক্রান্ত একটি নির্দেশিকা দেখা যায়। সাম্প্রতিক সময়ে একুশ শতকের ভয়াবহ মহামারী করোনা ভাইরাস এর প্রকোপ থেকে বাঁচতে, সর্বসাধারণকে জনসমাগম এড়িয়ে চলতে এবং সরকারী নির্দেশিকা মেনে চলতে সাধারণ চিকিৎসা সেবার ক্ষেত্রে ফোনে পরামর্শ নেয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছেন বলে অভিজ্ঞগণদের ধারণা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন -এর টাইম লাইন থেকে হুবহু তুলে ধরা হল::
সম্মানিত মীরসরাইবাসী, উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকলকে জ্বর/সর্দি/কাশি/সাধারণ স্বাস্থ্য জিজ্ঞাসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এ না এসে ফোনে পরামর্শ নেয়ার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ:: Emergency- 01730324450, UHFPO-01712224183, MODC-01757155009, RMO-01711971557, Hotline – 16263
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের সাথে উক্ত মোবাইল নাম্বারে (01733 334351) বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।